বাসস
  ২৩ জুলাই ২০২৩, ১৯:৩০

নীলফামারীতে তিন সহস্রাধিক গাছের চারা বিতরণ

নীলফামারী, ২৩ জুলাই ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ৫১০ জন কৃষকের মধ্যে তিনহাজার ৬০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। 
আজ রোববার বিকাল ৪টার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চারা বিতরণ করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম। 
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১৭টি কৃষক গ্রুপের ৫১০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ছয়টি করে মোট তিনহাজার ৬০টি গাছের চারা বিতরণ করা হয়। এসব চারার মধ্যে রয়েছে নিম, আম, পেয়ারা, লিচু ও মাল্টা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়