শিরোনাম

দিনাজপুর, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুর প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের উন্নয়নে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তার পরিকল্পনায় ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে।
তিনি সকলকে দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অসম্মানিত করতে যারা চক্রান্ত করেছিলেন, তারা আজ কোথায় কীভাবে আছেন- দেশের মানুষ তা জানে। মহান আল্লাহ যাকে সম্মানিত করেন, তাকে কেউ অপদস্ত করতে পারে না। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজা ও দাফনে মানুষের ঢল নেমেছিল। মানুষের শ্রদ্ধায় তিনি বিদায় নিয়েছেন।
ডা. জাহিদ আরও বলেন, দিনাজপুরবাসীর গর্ব প্রয়াত দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানকার মেয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিনাজপুরের জামাই। এজন্য দিনাজপুরবাসী গর্বিত।
তিনি জানান, দিনাজপুর-৬ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র বাছাইয়ে তার মনোনয়ন বৈধ হয়েছে। এজন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। ভবিষ্যতে কোনো পদে আসীন হলে জেলাবাসীর উন্নয়ন ও অগ্রগতিতে সর্বোচ্চভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দিনাজপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।