বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৫৭
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:৪০

মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেব : দিনাজপুর-৫ আসনে বিএনপি প্রার্থী একেএম কামরুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর ও ফুলবাড়ী) বিএনপি প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।  ছবি : বাসস

দিনাজপুর, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর ও ফুলবাড়ী) বিএনপি প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেছেন। 

দলের চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির এ সহ-সভাপতি এ আসনে ভোটের মাঠে তুমুল আলোচনায় রয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে নির্বাচনী প্রতিশ্রুতি, আচরণবিধি প্রতিপালন, গণভোটের গুরুত্ব এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) দিনাজপুর জেলা সংবাদদাতা রোস্তম আলী মন্ডল।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

একেএম কামরুজ্জামান : নির্বাচনী প্রতিশ্রতির ক্ষেত্রে দুটি উপজেলায় জনগণের নিরাপত্তা ও নিরাপদ জনপদ গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করবো। এলাকাবাসীর জীবনমান উন্নয়নের সকল ক্ষেত্রে গুরুত্ব দেবো। নির্বাচনে জিতলে পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনি ও কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া কঠিন শিলা খনির দৃশ্যমান উন্নয়ন করা হবে। 

এছাড়া পার্বতীপুরে দেশের সর্ববৃহৎ রেলওয়ে জনশন, রেলওয়ে লোকোমোটিভ কারখানার কার্যক্রমের গতি বাড়ানের বিষয় কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। ফুলবাড়ী উপজেলায় চাল-কল শিল্প স্থাপনের সম্ভাবনাকে ব্যবহার করে কর্মসংস্থান তৈরি করতে চাই। এভাবে উপজেলা দুটি অবস্থিত পৌর এলাকাকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই।  

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

একেএম কামরুজ্জামান: নির্বাচনী আচরণবিধি পালনে দলের নেতা-কর্মীদের যথাযথ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের আইন ও আচারণ বিধি সঠিকভাবে আমি সহ আমার নেতাকর্মীরা অনুসরণ করে যাচ্ছি। নির্বাচন চলাকালীন সময়ে এসব আইন অনুসরণ করে যাবো। তফসিল ঘোষণার পর আমার নির্বাচনী এলাকায় প্রচারণার সকল সামগ্রী অপসারণ করা হয়েছে।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

একেএম কামরুজ্জামান : ফ্যাসিষ্ট হাসিনা ও তার সহযোগীদের বিদায়ের পর তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আমার দল ও আমার কোনো দ্বিমত নেই। জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাচ্ছি, পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে ভোটারদের বলে যাচ্ছি। গণভোটে বিষয় জনগণকে উদ্বুদ্ধ করতে সরকারের দায়িত্ব অনেক বেশি। আমরা ভোটারদের হ্যাঁ, গণভোট দেওয়ার জন্য ভোট দিতে, ভোটাদের উদ্বুদ্ধ করছি। 

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

একেএম কামরুজ্জামান : গত ২০০১ সালের নির্বাচনের পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ২০০৮-এ আমার দল অংশ গ্রহণ করেছিল। এরপর আওয়ামী লীগের সাজানো নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। কিন্তু দল এবং নিজের আদর্শকে ধরে রেখেছি। এবার জনগণ তাদের ভোট প্রদানের স্বাধীনতা ফিরে পেয়েছে। আমাদের প্রত্যাশা ভোটাররা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দেবে। আসন্ন সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো বলে আশা রাখছি।

দিনাজপুর-৫ আসনটি পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে দুটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়ন রয়েছে। আসনটিতে মোট ১৪১টি ভোট কেন্দ্র রয়েছে।

ভোটারের সংখ্যা ৪ লাখ, ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন পুরুষ এবং ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন নারী এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন, এনসিপির ডা. আব্দুল আহাদ, জাতীয় পার্টির কাজী মো. আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক, বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু, এডভোকেট মো. হযরত আলী বেলাল ও মো. রুস্তম আলী।