শিরোনাম

দিনাজপুর, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুর ৬'টি সংসদীয় আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনে মোতায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- উপলক্ষে জেলায় বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান,জেলার ৬'টি সংসদীয় নির্বাচনী আসনে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন, সকল নির্দেশনা বিজিবি কঠোর ভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিক ভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণা মূলক ও উদ্বুদ্ধ করণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশ গ্রহণ আরও উৎসাহিত হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোন সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক ও তৎপরতার সাঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
নির্বাচন উপলক্ষে জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকার বিওপি সমূহে জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
দিনাজপুর ৪২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলার ৭টি সীমান্তবর্তী উপজেলার মধ্যে ৫'টি উপজেলা বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।অপর দু'টি উপজেলা সদর ও চিরিরবন্দরে সেনাবাহিনী সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সূত্রটি জানান, নির্বাচন কালীন মোতায়নের অংশ হিসাবে জেলার ৬'টি নির্বাচনী আসনে ৪২ বিজিবির ১৯ প্লাটুনসহ সর্বমোট ৩৭প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
জেলার ৬টি নির্বাচনী আসনে মোট ৮৪৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আজ থেকে সব গুলো উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে। শহরে কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।