বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:০৬

বাসযোগ্য বিরল ও বোচাগঞ্জ গড়তে চাই : দিনাজপুর-২ আসনে জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম আফজালুল আনাম। ছবি : বাসস

দিনাজপুর, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম আফজালুল আনাম জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

এলাকার দৃশ্যমান উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং নান্দনিক বিরল ও বোচাগঞ্জ উপজেলা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংসদ নির্বাচন নিয়ে এ কে এম আফজালুল আনাম নানা বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) দিনাজপুর জেলা সংবাদদাতা রোস্তম আলী মন্ডল।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

এ কে এম আফজালুল আনম : জনগণের পাশে গিয়ে এবারে আমরা তাদের মানসিক অবস্থা বুঝে গেছি। তারা শান্তিতে-নিরাপদে থাকতে চান, সন্ত্রাস এবং দুর্নীতি-লুটপাট পছন্দ করেন না। আমরা এই নির্বাচনী আসনটিতে, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত, শান্তি ও নিরাপদ জনপদ গড়ে তুলতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে বাসযোগ্য বিরল ও বোচাগঞ্জ  উপজেলা গড়তে চাই। বিরল উপজেলায় অবস্থিত সর্ববৃহৎ শালবাগানকে পর্যটন জনপদ হিসেবে গড়ে তুলবো। আমরা যুব সমাজের বেকারত্ব দূরীকরণে, কর্মসংস্থান তৈরি করতে চাই।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
এ কে এম আফজালুল আনম : আমাদের সংগঠনের শৃঙ্খলা আছে। নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে কাজ করে, তারা হাই কমান্ডের নির্দেশ অনুসরণ করে। এই নির্দেশ অনুসরণ করে তফসিল ঘোষণার পর দলের সকল নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের আইন মেনেই আমাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাব। এ ব্যাপারে আমাদের দলের সুনাম ধরে রাখতে চাই, নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করে যেতে চাই।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

এ কে এম আফজালুল আনম : জুলাই বিপ্লবে আত্মদানকারী শহীদের হত্যার বিচার আমরা চাই, তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। জুলাই সনদ দেশের অস্তিত্ব বলে আমরা মনে করছি। তাই জুলাই সনদের পক্ষে অর্থাৎ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আমাদের জোড়ালো অবস্থান রয়েছে। এর থেকে আমরা সরে আসবো না।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

এ কে এম আফজালুল আনম : জনগণ ও ভোটারদের প্রত্যাশা পূরণে জামায়াত কাজ যাচ্ছে, সেই কাজের সঙ্গে আমি নিজেও সক্রিয়ভাবে জড়িত। তাই তারা গোপনে এবং প্রকাশ্যে সাড়া দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে, নীরব ভোট বিপ্লবের মাধ্যমে আমি ও আমার দল বিজয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর-২ আসনটি বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে রয়েছে দুটি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন। আসনটিতে মোট ১১৬টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ১১২ জন পুরুষ এবং ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন নারী ভোটার রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থী হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী। তিনি জেলা বিএনপির অন্যতম সদস্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম আফজালুল আনাম, জাতীয় পার্টির এডভোকেট মো. জুলফিকার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোকারম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীর তালিকায় রয়েছেন আনোয়ার চৌধুরী জীবন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু।