বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:১২

দিনাজপুরে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ 

ছবি : বাসস

দিনাজপুর, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর উদ্যোগে আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার সাংবাদিকদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। 

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সাদাকাত আলী খানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষক মো. জিলহাজ উদ্দিন নিপুন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপুন।  

প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিন প্রশিক্ষণ দেন ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান।

প্রশিক্ষণের প্রথম দিন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, নির্বাচনী আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব, কর্তব্য ও সীমা, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫, ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, হেট স্পিচ, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদি মোকাবেলার গুরুত্ব, নির্বাচনী সাংবাদিকতা ও নৈতিকতা, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।