বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:০১

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী ডা. জাহিদের গণসংযোগ 

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর-৬ আসনে নবাবগঞ্জ উপজেলায় দলার দরগা এলাকায়  ডা. জাহিদ হোসেন গণসংযোগ করেন। ছবি : বাসস

দিনাজপুর, ৩০ জানুয়ারি, ২০২৬(বাসস): দিনাজপুর-৬ আসনে ডা. এজেডএম জাহিদ হোসেনের গণসংযোগ চলছে। 

দেশের সর্ববৃহৎ নির্বাচনীয় সংসদীয় এলাকা দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার ভোটাররা উৎসব মুখর ও পরিবেশে বিএনপি প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেনকে ভোট দেওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করে সাদরে গ্রহণ করছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর-৬ আসনে নবাবগঞ্জ উপজেলায় দলার দরগা এলাকায়  ডা. জাহিদ হোসেন গণসংযোগ করা কালীন, তার কাছে নির্বাচনী প্রচারণার বিষয় জানতে চাওয়া হলে, তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,দীর্ঘ ৩৯ বছর পর, এই নির্বাচনী এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দেশের সর্ববৃহৎ দল বিএনপি প্রার্থী হিসেবে তিনি এবারে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

বিগত সময় এখানে যোগ্য প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায়, এই এলাকার জনমানুষের আশা আকাঙ্ক্ষা চাওয়া-পাওয়া এবং এলাকার দৃশ্যমান উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। 

এবারে ভোটাররা তাদের এলাকার উন্নয়নে এবং নিজেদের প্রত্যাশা পূরণে যোগ্য প্রার্থী হিসেবে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী, ডা. এজেডএম জাহিদ হোসেনকে ধানের শীষ মার্কায় ভোট দিতে ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল শ্রেণীর পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে তাকে সমর্থন জানাচ্ছেন।

তিনি  আরো বলেন, তার নির্বাচনী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের আদিবাসী ও সনাতন ধর্মের হিন্দু পরিবারের ভোটাররা তাকে, তাদের ধর্মের রীতি অনুযায়ী বরণ করে নিচ্ছেন।

গণসংযোগ করা কালীন সময়ে অনেক ভোটার তার কাছে পরিবারের অসুস্থ রোগীর চিকিৎসার কাগজপত্র দেখাচ্ছেন।তিনি তাদের প্রত্যাশা অনুযায়ী ওই রোগীকে দেখে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওষুধ লিখে দিচ্ছেন।প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করতে পরামর্শ দিচ্ছেন। এভাবে তিনি তার নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে এক জনপ্রিয় প্রার্থী হিসেবে গ্রহণ যোগ্যতা পাচ্ছেন।

প্রচারণা শুরু থেকেই, তিনি তৃণমূলে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। আজ সকালে বিরামপুর উপজেলার কচুয়া মির্জাপুর আদিবাসী এলাকায় তিনি গণসংযোগ  করেন। এ সময় তাকে কাছে পেয়ে, আদিবাসী সম্প্রদায়ের লোকজন তাকে ফুল ও তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বরণ করে নেন। পরে তিনি ওই এলাকায় আদিবাসী সম্প্রদায়ের লোকজনের বিভিন্ন সমস্যার বিষয় শোনেন। পরে তিনি প্রত্যেক আদিবাসী পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি তাদের সমস্যা গুলো পরবর্তীতে সমাধান করে দেওয়া জন্য আশ্বস্ত করেন।

ডা. জাহিদ বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হলে তিনি সব মানুষকে নিয়ে বৈষম্যহীন ভাবে এলাকার উন্নয়ন ক