বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮

নাটোরে ওসমান হাদির রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া

নাটোর কেন্দ্রীয় জামে মসজিদ। ছবি : বাসস

নাটোর, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাতের জন্য আজ জুম্মার নামাজ শেষে জেলার সকল মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে।

অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় এ আয়োজন করে।

নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের মোনাজাতে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মাসুদুর রহমান। মোনাজাতে খতিব বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন ন্যায়, সত্য ও অধিকার আদায়ের সংগ্রামে সাহসী কণ্ঠস্বর। মহান আল্লাহ যেন তাঁকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর শিশু সন্তানসহ পরিবারবর্গ, সহযোদ্ধাদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রাকিব, নাটোর শহরের প্রাচীন আলাইপুর মারকাজ জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মফিজুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. রিয়াজুল ইসলাম জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া পরিচালনার জন্যে গত রাতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এই প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের নির্দেশনায় জেলার প্রায় সাড়ে তিন হাজার মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া পরিচালনার অনুরোধ জানান হয়।