শিরোনাম

পিরোজপুর, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ্বর নদীর পাড়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী আল আমীন খান।
এসময় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সড়ক বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুর প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।
এ ছাড়াও সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ ও অন্যান্য বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শন করে।
এরপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন।