বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৫

পিরোজপুরে ইটভাটাকে একলাখ টাকা জরিমানা

ছবি : বাসস

পিরোজপুর, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে একটি ইটভাটার মালিককে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট গুঁড়িয়ে দেয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী ‘মক্কা ব্রিকস’ এ অভিযান পরিচালনা করেন।

আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ‘মক্কা ব্রিকস’ -এর মালিক মো. ইউসুফ মুন্সিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় একলাখ টাকা জরিমানা এবং একই সাথে অবৈধ ইট গুঁড়িয়ে দেয়া হয়েছে। 
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।