শিরোনাম

পিরোজপুর, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় আজ যৌথ বাহিনীর অভিযানকালে আটককৃত চার মাদক কারবারির প্রত্যেককে দুইবছরের কারাদণ্ড ও জনপ্রতি পাঁচহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ৪৯৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের পূর্ব শিকারপুর এলাকার ‘খান মঞ্জিল’ নামক একটি দুইতলা ভবনে এ অভিযানকালে চার মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. জালাল কাজীর ছেলে মো. টিপু কাজী (৩৭), শাহ আলমের ছেলে মো. নূর ইসলাম (২৮), রওন মিয়ার ছেলে ইমরান (৩৬) এবং কে এম সিদ্দিকুর রহমানের ছেলে মো. সজিব খান (৩৫) ।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী অংশগ্রহণ করেন। যৌথভাবে পরিচালিত এ অভিযানকালে জেলা শহরের পূর্ব শিকারপুর এলাকার ‘খান মঞ্জিল’ নামের ভবনটির বিভিন্ন গোপন কুঠুরি তল্লাশি করে ৪৯৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং চাইনিজ কুড়াল, পকেট নাইফ ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্তদের প্রত্যেককে দুইবছরেরর কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচহাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া পিরোজপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইশরাক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, ডিএনসি ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।