শিরোনাম

পিরোজপুর, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ এর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন, পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদী। এছাড়া একই দিনে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার তিন আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
পিরোজপুর-১ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত শুধুমাত্র বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পিরোজপুর-২ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
পিরোজপুর-৩ আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।