শিরোনাম

দিনাজপুর ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলার ১৩'টি উপজেলায় ২০ হাজার দু'শ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল উন্নত জাতের ধান বীজ ও রাসায়নিক সার কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার রাতে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. আফজাল হোসেন এই তথ্য বাসসকে নিশ্চিত করেন। তিনি বলেন,জেলার ১৩'টি উপজেলার ১০৩'টি ইউনিয়নে ২০ হাজার দু'শত কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল উন্নত জাতের বোরো ধান বীজ ও রাসায়নিক সার বিতারণ কার্যক্রম গতকাল সোমবার বিকেলে জেলার হাকিমপুর উপজেলায় বিতারণের মাধ্যমে শুরু করা হয়েছে। আগমী ১৫ ডিসেম্বর এর মধ্যে এই ধান বীজ ও রাসায়নিক সার বিতারণ কার্যক্রম সম্পূর্ণ করা হবে বলে তিনি ব্যক্ত করেন।
তিনি বলেন,চলতি বছর বোরো মৌসুমে জেলায় ১৩ হাজার ৬'শত কৃষকের মাঝে উন্নত জাতের উপশী ধান বীজ প্রত্যেক কৃষককে ৫ কেজি এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সহ মোট ২০ কেজি রাসায়নিক সার বিতারণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ কৃষি বিভাগের গবেষণায় উচ্চ ফলনশীল উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ ৬ হাজার ৬'শ কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, কৃষি বিভাগের তরুণ গবেষকেরা ওই উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ প্রথম আবিষ্কার করেছে। তাদের আবিষ্কার করা ধান বীজ গত বছর পরীক্ষা মূলক ভাবে জেলায় ১০ জন কৃষক ৫ একর জমিতে চাষ করে অধিক ফলন অর্জিত করতে সক্ষম হয়। গত বছর অর্জিত ধান বীজ হিসাবে সংরক্ষণ করা হয়েছিল। চলতি বছর ওই ধান বীজ জেলার ৬ হাজার ৬'শত কৃষকের মাঝে বিনামূল্যে চাষের জন্য ২ কেজি করে বিতরণ করা হচ্ছে। এই হাইব্রিড ধান গত বছর শতকে ৪০ থেকে ৪৫ কেজি করে ফলন অর্জিত করা সম্ভব হয়েছে। ফলে অধিক উৎপাদন ফলনশীল এই হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রণোদনার মাধ্যমে চাষ করতে কৃষি বিভাগের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হচ্ছে।
সূত্রটি জানায়, চলতি বছর জেলায় কৃষি প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে উপশী জাতের ৬৮ মেট্রিক টন এবং হাইব্রিড জাতের ১৩ মেট্রিক টন দু'শত কেজি সহ মোট ৮১ মেট্রিক টন দু'শত কেজি উন্নত ফলনশীল ধান বীজ বিতারণ কর্মসূচি শুরু করা হয়েছে। এছাড়া উপশী জাতের ধান বীজের সঙ্গে ২০ কেজি করে রাসায়নিক সার সহ মোট ২৭২ মেট্রিক টন সার বিতারণ করা হচ্ছে।
তিনি বলেন,চলতি বছর বোরো মৌসুমে জেলার কৃষকদের মাঝে যে পরিমাণ উন্নত ফসলশীল ধান বীজ এবং রাসায়নিক সার বিনামূল্য বিতরণ করা হচ্ছে, তা সঠিক ভাবে কৃষকেরা তাদের জমিতে ধান চাষে অধিক ফলন উৎপাদন করতে পারে, সে বিষয় কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন বলে তিনি আশ্বস্ত করেন।
গতকাল সোমবার রাতে জেলার হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজিনা বেগম জানায়,গতকাল বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি দপ্তরের সামনে উন্নত ফলনশীল হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজাবাউল হোসেন,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার বলেন, 'এবার বোরো মৌসুমে উপজেলায় হাইব্রিড জাতের ধানের আবাদ বাড়াতে বিনামূল্যে এসব ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার এক হাজার কৃষককে দুই কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ দেয়া হয়। উন্নত জাতের বীজ হওয়ায় ৩৩ শতকের প্রতি বিঘায় ৩৫ মণ করে ধানের ফলন হবে বলে তিনি আশা করছেন।