বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯

পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুরে দাম কমতে শুরু করেছে

ছবি : বাসস

\ রোস্তম আলী মন্ডল \

দিনাজপুর, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশে দাম সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় দিনাজপুরে দাম কমতে শুরু করেছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিদিন হিলি কাস্টমস বিভাগ থেকে ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ মেট্রিক টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।

তিনি বলেন, গতকাল শনিবার কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করা হয়েছে। প্রতিদিন ৫০টি করে আইপি ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ মেট্রিক টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।

হিলি স্থলবন্দরের কাস্টমস উদ্ভিদ সঙ্গ নিরোধ কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতির জন্য আবেদন করেছেন কেবল তারাই আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। এছাড়া একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।  

তিনি বলেন, আজ রোববার সকাল ১০ টা থেকে এখন পর্যন্ত ৫০ জন আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ আমদানির পূর্বের অনুমতি অনুযায়ী ৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। আজ বিকেলের মধ্যে এসব আমদানিকারকের পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারে।

ইউসুফ আলী জানান, দেশে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হিলি স্থলবন্দর পাইকারি বাজারে আড়ৎদার সিরাজুল ইসলাম জানান, গতকাল শনিবার যে পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে, আজ রোববার ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর প্রকাশ হওয়ায় সেই পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

অপর ব্যবসায়ী অনিল চন্দ্র রায় বলেন, পেঁয়াজ পুনরায় আমদানি করা হলে দাম আরও কমে আসবে।