বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১২
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১৬

পিরোজপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বৃহস্পতিবার র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের সহায়তায় আসামি শুভকে গ্রেফতার করে। ছবি: বাসস

পিরোজপুর, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার ইন্দুরকানী থানায় দায়ের করা গৃহবধূ ধর্ষণ মামলার আসামি শুভ জোমাদ্দার (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

বরিশাল র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত দশটার দিকে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের সহায়তায় আসামি শুভকে সিদ্ধিরগঞ্জের মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পিরোজপুর জেলার ইন্দুরকানি ইউনিয়নের চরাখালি গ্রামে ভিকটিমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ভিকটিম ও শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

পরদিন (২৮ অক্টোবর) ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে র‌্যাব-৮ ও র‌্যাব-১১ এর সমন্বিত অভিযানে শুভ জোমাদ্দারকে গ্রেফতার করা হয় এবং তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি শুভ জোমাদ্দারকে ঢাকা থেকে নিয়ে আসার জন্য ফোর্স পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে।