শিরোনাম

চট্টগ্রাম (উত্তর), ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সীতাকুণ্ড উপজেলার মাইন উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আল আমিন সাগর (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাগর উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৭
এছাড়া তার বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।