শিরোনাম

বরগুনা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস): বরগুনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছির আরাফাত রানা। এ সময় বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলার প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু, জেলার মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা, সাধারণ সম্পাদক তাপস মাহমুদ, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম রতন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।