শিরোনাম

নাটোর, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্বে নিয়োজিত নাটোর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকের পরে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন বিভাগীয় কমিশনার।
এ সময় কমিশনার বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা হচ্ছে গণভোট। আগামীতে জাতির ভবিষ্যৎ লেখা হবে গণভোটের মাধ্যমে। গণতান্ত্রিক স্বচ্ছ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কাজ করছি। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দিতে, তাদের নিরাপত্তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি আমরা।
ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ শুরু করেছি আমরা। যে কোনো স্থানে প্রভাব বিস্তারের অপচেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, জুডিশিয়াল ম্যাজস্ট্রেটগণ কাজ করছেন। আগামী কয়েকদিনের মধ্যে সেনাবাহিনীসহ মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ শুরু করবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত মনিটরিং সেল গঠন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে এই সেল গঠন করে প্রতিদিন ব্রিফ করা হবে। গুজব প্রতিরোধে প্রশিক্ষণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিফ্রিংকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।