বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮

তারুণ্যের উৎসব উপলক্ষে চিতলমারীতে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা 

বাগেরহাটের চিতলমারীতে বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: বাসস

বাগেরহাট, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস উদযাপন ও স্বাধীনতার মূল্যবোধ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাগেরহাটের চিতলমারীতে বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের ত্যাগ, নৈতিকতা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরতে প্রতিযোগিতাগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো হয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘আইনগত ব্যবস্থা নয়, পারিবারিক সচেতনতাই মাদকাসক্তি নিয়ন্ত্রণে অধিক কার্যকর’। কুইজ প্রতিযোগিতায় যুক্ত ছিল সাধারণ জ্ঞান ও চলমান বিশ্ব।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার থিম ছিল ‘৭১-এর রণাঙ্গন’, আর রচনার বিষয় ‘মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব’।

প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

এরমধ্যে রয়েছে কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজ, চিতলমারী সরকারি এসএম মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, কলাতলা এস.এম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে সৎ, দক্ষ ও দায়িত্বশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা মুক্তিযুদ্ধের ইতিহাস, নৈতিকতা, জ্ঞানচর্চা ও সামাজিক দায়িত্ববোধে যত সমৃদ্ধ হবে, জাতি তত এগিয়ে যাবে।