বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮

চিতলমারীতে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ছবি : বাসস

বাগেরহাট, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে “সুস্থ দেহে প্রশান্ত মন, ক্রীড়াই করে আনয়ন”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলায় দুই দিনব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ দুপুর ১টায় উপজেলার এ কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা বৃদ্ধি করে। তিনি শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বুলু)।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও সাইক্লিংসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও দর্শক খেলাগুলো উপভোগ করেন।