বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫

বাগেরহাটে উদ্যোক্তা প্রশিক্ষণ ও কর্মসংস্থান ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি : বাসস

বাগেরহাট, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): বেকার যুবাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা প্রশিক্ষণ ও কর্মসংস্থান ক্যাম্পেইন আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারাকপুরস্থ যুব উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন  ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আলমগীর হোসেন। 

যুব উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায়, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ইডিইউ ইউনিটের এসসিবি প্রকল্পের উদ্যোগে এই ক্যাম্পেইনে ১৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনের মাধ্যমে যুব কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা তৈরিসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মিজানুর রহমান, ডেপুটি কো-অর্ডিনেটর দেওয়ান মোহাম্মাদ আবু জাফর ও সোহরাব হোসেন, ব্র্যাক এলাকা ব্যবস্থাপক সৈয়দ রফিকুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা এলিজাবেথ মারান্ডি ও দেবাশীষ কুমার ঘোষ।