শিরোনাম

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। দেশের ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পুরুষ বিভাগের ১২টি এবং নারী বিভাগের ৭টি দল।
আজ সকালে শেষ হওয়া জেলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা দলগুলো এই মূল পর্বে সরাসরি সার্ভিসেস দলগুলোর মুখোমুখি হচ্ছে।
বিকেলে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফকির।। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ ফেডারেশনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মো: সেলিম ফকির বলেন, ‘দেশের ৫২টি ফেডারেশনের মধ্যে কাবাডির পারফরম্যান্স নিঃসন্দেহে প্রশংসনীয়। জাতীয় খেলা হিসেবে কাবাডিকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য। কাবাডির এই অগ্রযাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, 'বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর ২০টি ইভেন্ট সম্পন্ন করেছে। আমাদের মেয়েরা বিশ্ব র্যাঙ্কিংয়ে এখন তৃতীয় স্থানে রয়েছে, যা দেশের জন্য বড় গৌরব। ইরান ও বাহরাইনের আন্তর্জাতিক আসর থেকে আমরা পদক জয় করেছি। এভাবে চললে কাবাডি তার হারানো ঐতিহ্য পুরোপুরি ফিরে পাবে।'
উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের প্রথম ম্যাচে মাঠে নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং টাঙ্গাইল জেলা। ম্যাচে বিজিবি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৫৯-২৫ পয়েন্টের বড় ব্যবধানে টাঙ্গাইলকে পরাজিত করে।
অন্যদিকে নারী বিভাগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপির মুখোমুখি হয়েছিল রাঙ্গামাটি জেলা। এই ম্যাচে আনসার ৬৬-৯ পয়েন্টের বিশাল ব্যবধানে জয়লাভ করে তাদের শক্তিমত্তার জানান দেয়।