বাসস
  ২৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৫
আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৭

জিম্বাবুয়ে সিরিজ ও ডিপিএলে খেলবেন সাকিব

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪ (বাসস) : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে এবং চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সুপার লিগ পর্বে দুই ম্যাচে খেলবেন বলে নিশ্চিত করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ তিনটি ম্যাচ খেলার সিদ্বান্ত নেওয়ার আগে বাংলাদেশের প্রধান কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব। 
টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সুপার লিগের শেষ দুই ম্যাচে খেলবেন সাকিব।
আজ নিউ ইর্য়কে এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি ইতোমধ্যেই কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের সাথে জিম্বাবুয়ে সিরিজে খেলার বিষয়ে কথা বলেছি। কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) আমাকে বলেছেন, জিম্বাবুয়ের সিরিজে দু’টি ম্যাচ খেললেই হবে।’
তিনি আরও বলেন, ‘এমনকি আমি তাকে (কোচ) জিজ্ঞাসা করেছিলাম, আমাকে পাঁচ ম্যাচেই খেলাতে চান কি না। কিন্তু তিনি আমাকে বলেছেন দু’টি ম্যাচই যথেষ্ট। এরপর আমি  অধিনায়ক ও প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছি, তবে তারা  জানিয়েছেন তিন ম্যাচ খেলতে পারলে  ভাল হয়।  আমি বলেছি তাতে আমার কোন সমস্যা নেই এবং খেরবো।’
 সাকিব  জিম্বাবুয়ে সিরিজে খেললেও ডিপিএল খেলবেন না- সামাজিক যোগাযোগ মাধ্যমে  এমন গুঞ্জন তাকে ক্ষুদ্ধ করেছে।
 তিনি বলেন,‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে আলোচনা  অপ্রাসঙ্গিক।  আমি কতটা ম্যাচ খেলো  তা আমার  ওপড় নির্ভর করেনা।  টিম ম্যানেজমেন্ট  আলোচনা করে  এ ধরনের  সিদ্ধান্ত নিয়ে থাকে। ’
 তিনি আরো বলেন,‘ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন  টি-টোয়েন্টি ম্যাচের আগে ডিপিএলে দুই  ম্যাচ বাকি থাকবে। সুতরাং  সিরিজের প্রস্তুতি হিসেবে  আমি ঐ দুই ম্যাচ খেলবো।’ 
 আগামী ২৮ এপ্রিল  বাংলাদেশে  পৌছবে  জিম্বাবুয়ে ক্রিকেট দল।  সিরিজের প্রথম তিন  ম্যাচ চট্টগ্রামের  জহুর আহমেদ চৌধুরি  স্টেডিয়ামে এবং বাকি দুই ম্যাচ মিরপুর  শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়