বাসস
  ০৫ মে ২০২৪, ১১:৫৩

শরীয়তপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

শরীয়তপুর, ৫ মে, ২০২৪ (বাসস) : "বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি" প্রতিপাদ্যে আজ রোববার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: তাছলিমা আকতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সিভিল সার্জন ডা আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা।
বক্তারা উপস্থিত শিক্ষার্থীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞান চর্চা ও অনুশীলনই পারে আগামীর আধুনিক বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশ গড়ায় ভুমিকা রাখতে।
এ উপলক্ষে অডিটোরিয়ামে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের ২৫টি স্টলের মাধ্যমে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি সমূহ প্রদর্শন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়