বাসস
  ০৪ মে ২০২৪, ১৯:৪৫

বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা, ৪ মে, ২০২৪ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার গাজীপুরের কালিয়াকৈরে বিডিইউ কেন্দ্রের একাডেমিক, প্রশাসনিক ভবন ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ উপকেন্দ্রে এসব ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষায় মোট ১২২৫ জন পরীক্ষার্থী বিডিইউ কেন্দ্রে পরীক্ষা জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ১০৫০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। বিডিইউ কেন্দ্রে উপস্থিতির হার ৮৫.৭১ শতাংশ।
পরীক্ষা চলাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) কেন্দ্র ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ উপকেন্দ্র পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়