বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:১৬
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:৪২

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি নেতা মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ঢাকা জেলাধীন সাভার উপজেলার অন্তর্গত তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এতে আরও বলা হয়, মোশাররফ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।