শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশের কিংবদন্তী নাট্যকার সেলিম আল দীনের ১৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে আগামীকাল শিল্পকলায় এক সেমিনার অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে বুধবার বিকেল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার হলে এ বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান।
এছাড়া আলোচনায় অংশগ্রহণ করবেন জাহিদ রিপন, রুবাইয়াৎ আহমেদ ও আবু সাঈদ তুলু।
শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামীর সঞ্চালনায়
সেমিনারে ‘বাঙালির নন্দনসূত্র ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।
উল্লেখ্য, নাট্যাচার্য সেলিম আল দীন ১৪ জানুযারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার এবং গবেষক। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্য আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।