বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৯
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৫

চবিতে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ছবি: বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধেকল্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহার ইরানী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক মাজহারুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আফজল হোসেন এবং ইনস্টিটিউশন কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস। 

এ সময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইতিহাস, মিশন ও ভিশন, বাংলাদেশের মাদক পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের প্রবাহ বন্ধে সচেতনতামূলক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরেন।

প্রধান বক্তা মাজহারুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী বিভিন্ন সভা, সেমিনার, লিফলেট বিতরণসহ নানবিধ কার্যক্রম গ্রহণ করেছে। কেউ একজন মাদকাসক্ত হলে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবন-যাপন করতে হবে।

সভাপতির বক্তব্যে জাহিদ হোসেন মোল্লা বলেন, ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে মাদকমুক্ত থাকতে হবে। আমাদের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য ডোপটেস্ট বাধ্যতামূলক করেছি। চবিকে মাদকমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের আহবান জানাচ্ছি।