বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬

স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের জানাজা সম্পন্ন

সন্ত্রাসী হামলায় নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সন্ত্রাসী হামলায় নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নিহতের আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় নেতারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত আবু সুফিয়ান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।