শিরোনাম

চট্টগ্রাম, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে ‘মুক্ত গণমাধ্যম ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা আগামীকাল শনিবার বিকেল ৩টায় প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এস. এম. নসরুল কদির, মুখ্য আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক।
ধারণাপত্র উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজী। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা আলম, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জি. সেলিম মো. জানে আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)- এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ।