বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ২০:৪৩

ডেল্টা লাইফের সঙ্গে গ্রুপ লাইফ ইনস্যুরেন্স চুক্তি করেছে বাসস

স্থায়ী সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ লাইফ ইনস্যুরেন্স নিশ্চিতে রোববার বাসস ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি সই করা হয়। ছবি: বাসস

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫(বাসস) : রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) স্থায়ী সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ লাইফ ইনস্যুরেন্স নিশ্চিত করতে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে।

চুক্তিটি রোববার রাজধানীর পুরানা পল্টনস্থ বাসস কার্যালয়ে তিন বছরের জন্য স্বাক্ষরিত হয়, যা প্রতিবছর নবায়ন করা হবে।

বাসস-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ এবং ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও উত্তম কুমার সাধু সংশ্লিষ্ট পক্ষের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাসস-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, প্রধান বার্তা সম্পাদক মো. মানিকুল আজাদ, প্রধান প্রতিবেদক জি এম রাজিব হোসেন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী খান অপু এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন। ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফরহাদ হোসেন এবং নির্বাহী সহ-সভাপতি রাজিব কান্তি সাহা।