বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৭

খুলনায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

খুলনা, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস):জেলার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় এক পথচারী বৃদ্ধা নিহত  হয়েছেন। 

গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খর্ণিয়ার চুকনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনায় নিহত জোহরা বেগম (৭০) দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী।

কাঁঠালতলা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাইকগাছাগামী যাত্রীবাহী বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি জব্দ এবং চালককে আটক করেছে। 

তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।