শিরোনাম

নরসিংদী, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ পালন উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির প্রস্তুতি নেয়া হয়েছে।
আজ সকালে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বাঙালি জাতির গৌরবের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হবে। এরপর সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং গণকবরসহ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং রায়পুরা সরকারি কলেজ মাঠে শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ, সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। বাদ জোহর উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে শহিদদের রুহের মাগফেরাত এবং জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হবে।
বিকালে শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, হাসপাতাল-এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও রাতে গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোকসজ্জা এবং পৌরসভা মাঠে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে।