শিরোনাম

নরসিংদী, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নরসিংদীতে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৬ উপজেলায় ২০ জনকে সম্মাননা ও জেলায় নির্বাচিত পাঁচ অদম্য নারীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অদম্য নারীদের হাতে সম্মাননার ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সোলিনা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আনোয়ার হোসাইন।
আরও উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, প্রফেসর জসীম উদ্দীন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, নরসিংদী সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলামসহ জেলা-উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নরসিংদী জেলার ৬টি উপজেলায় মোট ২০ জনকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। পরে তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে জেলার শ্রেষ্ঠ ৫ অদম্য নারীকে চূড়ান্তভাবে নির্বাচন করে জেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া শ্রেষ্ঠ ৫ অদম্য নারী- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সুমাইয়া আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী তানজিনা আক্তার, সফল জননী নারী জোসনা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী শংকরী রানী সূত্রধর, সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী খালেদা পারভীন।