বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪৬

নরসিংদীতে দু’টি অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

নরসিংদী, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার পলাশ উপজেলায় আজ দু’টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই ইটভাটা দু’টিকে মোট দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খান।  

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এ সময় নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের মালিক আব্দুল কাইয়ুমকে একলাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া একই উপজেলার চন্ডীতলা এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স ট্রেডার্সের ব্যবস্থাপক মজিবুর রহমানের বিরুদ্ধে একলাখ টাকা জরিমানা করা হয়। ওই ভাটার কার্যক্রমও বন্ধ করে কাঁচা ইট ধ্বংস করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী এই্ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরিবেশ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. বদরুল হুদা জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।