শিরোনাম

নরসিংদী, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উপলক্ষে জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা (পূর্ব)-এর কমিশনার জনাব মুহাম্মদ রাশেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার জনাব আব্দুল রশীদ মিয়া এবং যুগ্ম কমিশনার জনাব মো. রিয়াজুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) এবং আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. হেলাল মিয়া (সিআইপি)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, নরসিংদীর উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা জনাব রবীন্দ্র কুমার সিংহ।
সভায় ব্যবসায়ী, করদাতা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ভ্যাট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।