শিরোনাম

টাঙ্গাইল, ৬ নভেম্বর ২০২৫ (বাসস): "উষ্ণতা ছড়িয়ে দিই কমল প্রাণে" এ স্লোগানে টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মানবতার সেবায় এগিয়ে আসা তরুণদের সংগঠন ‘সর্বদা নির্ভীক’ এর উদ্যোগে আজ দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ৩৫০ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন।
তিনি বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে মানবিকতা ছড়িয়ে দেয় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে। সামাজিক দায়বদ্ধতা থেকে তারা প্রতিবছরই শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন, খলিলুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক মো. আব্দুল জলিল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিশির আহমেদ, সাধারণ সম্পাদক মারুফ সিকদার এবং প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা তাসমু প্রমুখ।