শিরোনাম

টাঙ্গাইল, ২৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার সখিপুর উপজেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সখিপুর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।
সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। সেইসাথে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক নির্বাচনে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন। সেই সাথে স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আই পি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেন।
এ সময় জেলা ও উপজেলার সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।