বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৪৯

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে বিএনপির স্বাগত মিছিল

ছবি: বাসস

টাঙ্গাইল, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাসস্ট্যান্ডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, টাঙ্গাইল শহর শাখা যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর শেষে আগামীকাল ৩১ জানুয়ারি টাঙ্গাইল সফরে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের দিন বিকাল ৪টায় জেলা বিএনপির আয়োজনে টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি