বাসস
  ০৪ জুলাই ২০২৩, ১৩:১৮

ভোলার লালমোহনে প্রান্তিক কৃষকের মাঝে বীজ, সার ও নারকেল চারা বিতরণ

ভোলা, ৪ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ ১৯’শ ৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের বীজ, সার ও নারকেল চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আমন ধান ও নারকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এসব প্রণোদনা প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিস এ কার্যক্রমের আয়োজন করে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবু হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) অনামিকা নজরুল ও  ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।
উপজেলা কৃষি অফিসার জানান, উচ্চশলনশীন আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য মোট ১৩’শ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে এক বিঘা জমির অনুকূলে ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়েছে। এছাড়া ৬৩৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে নারকেল চারা বিতরণ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়