বাসস
  ২৯ এপ্রিল ২০২৪, ১৫:১০

উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

ওয়েলিংটন, ২৯ এপ্রিল ২০২৪ (বাসস) : কেন উইলিয়ামসনের অধিনায়ক রেখে টি-টোয়েন্টি বিশ^কাপ নবম আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ষষ্ঠবারের টি-টোয়েন্টি বিশ^কাপ খেলবেন উইলিয়ামসন।
আগামী ২ থেকে ৩০ জুন যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ^কাপে অধিনায়ক হিসেবে চতুর্থবারের মত কিউইদের নেতৃত্ব দিবেন উইলিয়ামসন।
সপ্তম টি-টোয়েন্টি বিশ^কাপ খেলতে নামবেন নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক টিম সাউদি। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫৭ উইকেটের মালিক ৩৫ বছর বয়সী সাউদি।
ক্যারিয়ারে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ^কাপ মাতাবেন আরেক অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট। সাউদির সাথে বোলিং আক্রমনে থাকবেন ৩৪ বছর বসয়ী বোল্ট।
প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ^কাপে খেলতে দেখা যাবে ২০২৩ ওয়ানডে বিশ^কাপে উদীয়মান ক্রিকেটার হিসেবে মনোনয়নের তালিকায় থাকা পেসার ম্যাট হেনরি এবং ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আপনি যখন বিশ্বকাপে খেলতে যাবেন তখন আপনার অভিজ্ঞতার দরকার হবে।’
তিনি আরও বলেন, ‘এটি দারুন একটি দল যেখানে ভারসাম্য, উইকেট এবং কন্ডিশন বিবেচনা করে আমাদের কেনের মত অনেক বিকল্প আছে।’
ইনজুরির কারনে দলে সুযোগ হয়নি পেসার এডাম মিলনে এবং কাইল জেমিসনের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়