শিরোনাম

দিনাজপুর, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুরে র্যাবের অভিযানে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন ও ৭টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুরে দিনাজপুর র্যাব-১৩, ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব
কুমার গোস্বামী প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সূত্রটি জানায়, র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সদর উপজেলার উত্তর গোবিন্দপুরে দিনাজপুর-দশমাইল পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় বাজারের ব্যাগ থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র দুপুরে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এই
ঘটনায় তাদের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।