শিরোনাম

রাঙ্গামাটি, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার দলের কেন্দ্রীয় নির্দেশনায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে জানান।
এদিকে জামায়াতের প্রার্থী প্রত্যাহারের পর রাঙ্গামাটি সংসদীয় আসনে ৭ জন প্রার্থী মাঠে রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী ।
তিনি জানান, আগামীকাল সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনে মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হবে।
রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এখন মোট ৭ জন প্রার্থী রয়েছেন। এ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী মনোনীত প্রার্থী অশোক তালুকদার, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার (বাদশা) , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।