বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:০৭

রাঙ্গামাটিতে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা 

ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলার জুরাছড়ি উপজেলার ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বায়েজীদ বিন আখন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে এবং সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে  বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।