বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:১৬

শেরপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার ভোট কেন্দ্র পরিদর্শন

ছবি : বাসস

শেরপুর, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

আজ মঙ্গলবার দিনব্যাপী তিনি জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথসহ সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজুওয়ানা আফরিন, নালিতাবাড়ী থানার ভারপ্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান।