বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৫:১৭

শেরপুরে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

শেরপুর, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’ এর সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের হল রুম রজনীগন্ধায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০ সদস্যের এই কমিটির অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, প্রফেসর মো. আবদুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজুওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলাম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিক মজিদ প্রমুখ।

এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রার্থীদের নানা আচরণবিধি লঙ্ঘন রোধে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’র মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ঐক্যমত প্রকাশ করেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম রোধ,  ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করাসহ নির্বাচন নিরপেক্ষ করতে করণীয় বিষয়ক বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।