বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩

বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি: বাসস

বরগুনা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা   অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সিভিল সার্জন মো. আবুল ফাওাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. ইব্রাহিম। 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানযটসহ নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। এগুলোর সমাধানে না উদ্যোগ নিয়ে মতামত জানানো হয়। জুলাই আহতদের পাশে দাঁড়ানো ও শহীদদের কবর নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।