শিরোনাম

রাজশাহী, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী দুর্গাপুর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আসামি দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামের মৃত মওলা মন্ডলের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে দুর্গাপুর থানাধীন দেলুয়াবাড়ী ইউপির কিশোরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির আভিযানিক দল জানতে পারে দুর্গাপুরের কিশোরপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোসলেম মন্ডল ছদ্মবেশে অবস্থান করছে। এরপর র্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মাদক আইনের মামলায় আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ায় আসামিকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল। আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।