বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগ

ছবি : বাসস

রাজশাহী, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস):রাজশাহী-২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগ করছেন।

আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ১ নং ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি প্রার্থী মিনু। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে মিনু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে।’ 
নির্বাচিত হলে রাজশাহী-২ আসনের উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার, এ্যাড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সাবেক যুবদল নেতা মাইনুল হক হারু, কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুল হাসান হিমেল, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা টিংকু ও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান।