শিরোনাম

বাগেরহাট, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে আজ রোববার সকাল সাড়ে ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, যুগ্ম আহবায়ক শমশের আলি মোহন, বাগেরহাট জেলা রেড়ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল।
এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের দলের সভাপতি জাহিদুর রহমান শান্ত, বিএনপি নেতা অধ্যাপক হাদিউজ্জামান হিরো ছাড়াও জেলা বিএনপি ও সকল অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম তার বক্তব্যে বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি প্রবাস থেকেই যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবে।
বাগেরহাট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন